আন্তর্জাতিক, আমেরিকা, এশিয়া

'মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের সীমিত সমঝোতা'

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শনিবার ১২ই অক্টোবর ২০১৯ ০৮:১২:০৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ ১৮ মাসের বাণিজ্য যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন সীমিত পর্যায়ের সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে।

এই সমঝোতা অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৫ হাজার কোটি ডলারের চীনা পণ্যে শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখেছেন। চীনের উপ-প্রধানমন্ত্রী লিও হে'র সঙ্গে বৈঠকের ওপর এ সংক্রান্ত ঘোষণা দেন ট্রাম্প।

আগামী মঙ্গলবার, থেকেই ২৫ হাজার কোটি ডলারের ওই চীনা পণ্যগুলোতে বাড়তি শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল। ট্রাম্প বলেছেন, চীনের সঙ্গে প্রথম পর্বের চুক্তি হয়েছে। চীন যুক্তরাষ্ট্র থেকে বাড়তি কৃষিপণ্য কিনতে রাজি হয়েছে।

আগামী ডিসেম্বরে চিলিতে এপেকে শীর্ষ সম্মেলনের অবকাশে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত চুক্তি সই হবে বলে জানিয়েছেন ট্রাম্প। চীনের প্রধান মধ্যস্থতাকারী ও উপ-প্রধানমন্ত্রী লিউ হে ওয়াশিংটনে দুই পক্ষের আলোচনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন।

আরও পড়ুন