আন্তর্জাতিক

মালিতে ফের হামলায় ৩০জন নিহত

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ১৫ই ফেব্রুয়ারি ২০২০ ০৪:৩৪:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মালিতে তিনটি আলাদা হামলায় ৯ সেনাসহ ৩০জন নিহত।

মালিতে তিনটি আলাদা হামলার ঘটনায় ৯ সেনাসহ ৩০ জন নিহত হয়েছে। শুক্রবার এসব হামলার ঘটনা ঘটে।  

মালির মধ্যাঞ্চলের ওগোসসাগাও গ্রামে বন্দুকধারীদের হামলায় নিহত হয় ২১ গ্রামবাসী। এ সময় হামলাকারীরা গ্রামের বাড়িঘর ও ফসল পুড়িয়ে দেয়। এদিকে মন্দোরাওয়ের একটি সেনা ক্যাম্পে গুপ্ত হামলায় নিহত হয় আট সেনা। এছাড়াও গাও অঞ্চলে একটি সেনাঘাঁটিতে হামলায় নিহত হয় অপর এক সেনা।  

এর আগে গত বছর মার্চে ওগোসসাগাও গ্রামে জঙ্গি হামলায় নিহত হয় ১৬০ জন।

আরও পড়ুন