অন্যান্য খেলা

মাস্টার্স কাপের ফাইনালে মুখোমুখি জোকোভিচ-শাপোভালোভ

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ৪ঠা নভেম্বর ২০১৯ ০১:৩১:৩১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রোলেক্স প্যারিস মাস্টার্সের ফাইনালে আজ রবিবার লড়বেন ১ নম্বর শীর্ষবাছাই নোভাক জোকোভিচ এবং কানাডার দেনিস শাপোভালোভ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দেশের গায়েল মনফিলসকে সরাসরি সেটে ৬-২,৬-২ তে হারিয়ে দাপুটে জয় নিয়ে কোর্ট ছাড়েন শাপোলাভোভ। সেমিফাইনালে ২ নম্বর শীর্ষবাছাই রাফায়েল নাদাল এডোমিনাল স্ট্রেইন ইনজুরির জন্য নাম প্রত্যাহার করায় ফাইনালে এই কানাডিয়ান।

অন্যদিকে, জোকোভিচ কোয়ার্টার ফাইনালে ৭ নম্বর বাছাই গ্রীক স্টেফানো টিটসিফাসের বিপক্ষে দাপুটে জয় নিয়ে, সেমিতে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে টাইব্রেকে ৭-৬ সেটে হারিয়ে ফাইনালে।

এই পর্যন্ত, জোকোভিচ-শাপোলাভোভ আট সেটের মুখোমুখি সর্বমোট লড়াইয়ের রেকর্ডে শাপোলাভোভ শুধুমাত্র একটি সেটই জিতেছেন। অষ্ট্রেলিয়ান ওপেনের রেকর্ডে চার সেটের সবগুলিতেও জয়ী শাপোলাভোভ। তাই, নাম্বার ওয়ান এই সার্বিয়ান আরেকটি শিরোপার দ্বারপ্রান্তে অনেকটা অনুমেয়।

আরও পড়ুন