বাংলাদেশ, জেলার সংবাদ, অপরাধ, আইন ও কানুন

মিথ্যে মামলা করায় বাদিকে তিন বছরের কারাদণ্ড

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৩শে জানুয়ারী ২০২০ ০৮:২৪:০৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পঞ্চগড়ে ভায়রার বিরুদ্ধে, মেয়েকে ধর্ষণের মিথ্যে মামলা করায় কেরামত আলী নামের একজনকে তিন বছর কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে, পঞ্চগড় জেলার চীফ জুডিশিয়াল আদালত এই রায় দেয়।

২০১৬ সালের ৯ই মার্চ দেবীগঞ্জ উপজেলার বিলাসী হাজারীপাড়া এলাকার কেরামত আলী তার মেয়েকে ধর্ষণের অভিযোগ আনে নিজের ভায়রার বিরুদ্ধে। তবে, ২০১৭ সালে ওই কিশোরী আদালতে স্বীকারোক্তি দেয়, তার খালু মোশারফ হোসেন তার কোন ক্ষতি করেনি। তার বাবা ও খালুর মধ্যে ভুল বোঝাবুঝির কারণে মামলাটি হয়েছে।

এর পর অতিরিক্ত দায়রা জজ আদালত বাদীর বিরুদ্ধে ২১১ ধারায় মামলা করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে মিথ্যে মামলা করার অভিযোগে পলাতক কেরামত আলীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত।

আরও পড়ুন