বিনোদন, অন্যান্য

মুক্তি পেতে চলেছে ‘এবার শল্যজিৎ’

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩রা মার্চ ২০২০ ০৩:৩৪:১৩ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কলকাতা শহর এ বার দেখতে চলেছে এক নতুন গোয়েন্দার গোয়েন্দাগিরি। ফেলুদা, ব্যোমকেশ কিংবা কিরীটী নয়। সেই নবীন গোয়েন্দার নাম শল্যজিৎ।

শল্যজিতের এর কাছের বন্ধু সৌম্য। হঠাৎই একদিন খুন হয় সৌম্য। ময়না তদন্তে জানা যায় বিষক্রিয়ায় মারা গিয়েছে সে। কে খুন করল সৌম্যকে? তদন্তে নামে শল্যজিৎ।

শল্যজিতের এই রহস্যভেদের গল্প নিয়েই মুক্তি পেতে যাচ্ছে সিনেমা ‘এবার শল্যজিৎ’। ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। থাকবেন মাধবী মুখোপাধ্যায়ও।

কলকাতা, উত্তরবঙ্গ এবং সিকিমের কিছু চোখ ধাঁধানো জায়গায় হয়েছে গোটা ছবিটির শুটিং। ছবিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন নির্ভীক গোস্বামী। গীতিকার সূর্য চট্টোপাধ্যায়।

এই মাসেই মুক্তি পেতে চলেছে ‘এবার শল্যজিৎ’।

আরও পড়ুন