টি-টোয়েন্টি বিশ্বকাপ

আজ মুখোমুখি নামিবিয়া-নেদারল্যান্ড, শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বুধবার ২০শে অক্টোবর ২০২১ ১১:১৬:৫৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ মাঠে নামছে 'এ' গ্রুপের চারদল। দিনের প্রথম ম্যাচে বিকাল ৪টায় মুখোমুখি হবে নামিবিয়া ও নেদারল্যান্ডস। দিনের দ্বিতীয় ম্যাচে রাত ৮টায় শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানাবে আয়ারল্যান্ড। দুটো ম্যাচই হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।

শর্ট ফরম্যাটের টুর্নামেন্টে সবচেয়ে বেশি ফাইনাল খেলা দল, কিন্তু অভ্যন্তরীণ রাজনীতির প্রভাবে টালমাটাল লঙ্কান ক্রিকেট। অবশ্য এবারের আসরের শুরুটা ভালোই হয়েছে শ্রীলঙ্কার।

টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের সাথে একমাত্র দেখায় জয় পায় শ্রীলঙ্কা। তাও ২০০৯ সালে। সময় বদলেছে, বদলে গেছে জয়ের ধারাও। প্রতিপক্ষ আয়ারল্যান্ড, তাই লঙ্কানদের অগ্নিপরীক্ষা।

শ্রীলঙ্কার স্পটলাইটে ওপেনার কুশাল শর্মা। লঙ্কানদের অন্যতম ভরসা তিনি। ফর্মে আছেন টপ অর্ডার ব্যাটার আভিস্কা ফার্নান্দোও। মিডল অর্ডারে রানের চাকায় গতি আনতে পারেন ভানুকা রাজাপাকশে। রিসেন্ট ম্যাচে নেই ফর্মে, তবে লঙ্কানদের আশার আলো হতে পারেন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

এদিকে, আইরিশদের স্পটলাইটে গ্যারেথ ডিলানি। প্রস্তুতি ম্যাচে একাই বাংলাদেশকে ডুবিয়েছেন, গ্রুপ স্টেজে নেদারল্যান্ডসের বিপক্ষেও ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। সাথে খেল দেখিয়েছেন মার্ক এডেয়ার। শেষ পাঁচ টি-টোয়েন্টিতে ১০ উইকেট এই ডানহাতি ফার্স্ট বোলারের। ব্যাটিংয়ে ঝড় তোলার জন্য পল স্টার্লিং, কার্টিস ক্যামফার তো আছেনই।

অন্যদিকে, রাতের খেলার আগেই বিকেলে আছে আরেক ম্যাচ। যেখানে মুখোমুখি নামিবিয়া-নেদারল্যান্ডস। আসরে নিজেদের প্রথম ম্যাচে হারের মুখ দেখেছে দু'দলই। তবে সাম্প্রতিক ম্যাচ বিবেচনায় এগিয়ে থাকবে ডাচরা।

আরও পড়ুন