জাতীয়, স্বাস্থ্য

মুগদা হাসপাতাল ও সিএমএইচে দু'জনের শরীরে প্লাজমা প্রয়োগ

ময়ূখ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২১শে মে ২০২০ ০৬:৪১:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সরকারের কারিগরি কমিটির তত্ত্বাবধানে প্রথম বারের মতো করোনা আক্রান্তের শরীরে প্লাজমা প্রয়োগ শুরু হয়েছে।  ঢাকা মেডিকেলের সংগ্রহে থাকা করোনাজয়ীর প্লাজমা মুগদা হাসপাতাল ও সিএমএইচে আইসিইউতে থাকা দুজনের শরীরে প্রয়োগ করা হয়েছে।

প্লাজমা দেয়ার পর তারা এখন পর্যবেক্ষণে রয়েছেন। এছাড়া ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন করোনা থেকে সেরে উঠা ব্যক্তির প্লাজমা নিয়ে বেসরকারি ইমপালস হাসপাতালে আইসিইউতে থাকা এক রোগীর শরীরে আলাদাভাবে প্লাজমা দেয়া হয়েছে।

আগামি কয়েকদিনে কোভিড নাইনটিনে আক্রান্ত মুমূর্ষু আরও কয়েকজনের শরীরে প্লাজমা প্রয়োগ করা হবে। এ পর্যন্ত ঢাকা মেডিক্যালে সাতজন করোনাজয়ীর প্লাজমা সংগ্রহ করা হয়েছে।  

সরকারের প্লাজমা সংক্রান্ত কারিগরি কমিটির তত্ত্বাবধানে এসব প্লাজমা সংগ্রহ করা হয়েছে।  

আরও পড়ুন