বাংলাদেশ, জেলার সংবাদ

মুজিববর্ষে সারাদেশের প্রেসক্লাবে 'বঙ্গবন্ধু কর্নার' করবে পিআইবি

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

বুধবার ১৯শে ফেব্রুয়ারি ২০২০ ০৯:৩১:০৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

'মুজিব জন্মশতবর্ষ' পালন উপলক্ষে সারাদেশের প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু কর্ণার’ নামে লাইব্রেরি স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ।

লাইব্রেরী স্থাপনের জন্য প্রতিটি প্রেসক্লাবকে পিআইবি’র পক্ষ থেকে একলাখ করে টাকা অনুদান হিসেবে প্রদান করা হবে। এছাড়া মুজিববর্ষে সারাদেশে সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন পিআইবির চেয়ারম্যান।

দুপুরে কক্সবাজারে হিলডাউন সার্কিট হাউজে পিআইবির উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায় জেলার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য - সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী। এসময় সাংবাদিকরা মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার জন্য দাবি তুলে ধরেন।

আরও পড়ুন