ধর্মীয় অনুভূতিতে আঘাত

মুসলিমদের কাছে ক্ষমা চাইলেন কল অব ডিউটি প্রকাশক

Faruque

ডিবিসি নিউজ

সোমবার ১৫ই নভেম্বর ২০২১ ১০:২৯:২৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মুসলিম খেলোয়াড়দের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে ক্ষমা চেয়েছেন জনপ্রিয় গেম কল অব ডিউটি: ভ্যানগার্ডের প্রকাশক। 

গেমের একটি দৃশ্যে মেঝেতে পড়ে থাকা কাগজগুলো মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরানের বলে চিহ্নিত করার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন নির্মাতারা। এরপরপরই মুসলিম খেলোয়াড়রা টুইটারে এসব দৃশ্যের স্ক্রিনশট পোস্ট করে দ্রুত তা গেম থেকে সরানোর দাবি জানান। গেমিং কোম্পানিটির মুখপাত্র জানান, গেমটি সবার জন্য তৈরী করা হয়েছে। কোরানের পাতাগুলো  ভুলক্রমে তাতে সংযোজন করা হয়। ক্ষমা চাওয়ার পাশাপাশি ভবিষ্যতে এধরনের ভুল বন্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছ প্রতিষ্ঠানটি।  

আরও পড়ুন