আন্তর্জাতিক, আমেরিকা, এশিয়া, ইউরোপ

মৃত্যুর মিছিল থামছে না ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে মে ২০২০ ০২:২০:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে মৃত্যুর মিছিল অব্যাহত। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছে ৭৩৫ জন। মোট মৃত এখন প্রায় ১৭ হাজার।

ব্রাজিলে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে আড়াই লাখেরও বেশি। এদিকে যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন এক হাজার। উত্তর আমেরিকার দেশটিতে মোট মৃত্যু এখন প্রায় ৯২ হাজার। নতুন করে শনাক্ত হয়েছে ২২ হাজারেরও বেশি করোনা আক্রান্ত।

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩ জনের। যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃত্যু এখন প্রায় ৯১ হাজার ৯৮১ জনের।

ইউরোপের প্রায় সবগুলো করোনা আক্রান্ত দেশেই মৃত্যুহার ছিল কম। এমনকি আক্রান্তের সংখ্যারও কম ছিল উল্লেখযোগ্য হারে।

অন্যদিকে ভারতে একদিনে ১৩১ জনের মৃত্যুতে মোট মৃত্যু এখন ৩ হাজার একশোরও বেশি।

একদিনে বিশ্বে প্রায় ৮৯ হাজার মানুষের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৪৯ লাখের বেশি মানুষ। আর বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষের। তবে, বিশ্বে সুস্থ হয়েছেন ১৯ লাখের বেশি মানুষ।

আরও পড়ুন