জাতীয়, রাজধানী

মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বাস্তবায়নের দাবিতে আমরণ অনশন

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

সোমবার ২৪শে আগস্ট ২০২০ ০৮:২৯:৪৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০১৩ সালের মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ বাস্তবায়ন ও সকল শূন্য পদে নিয়োগের দাবিতে আমরণ অনশন শুরু করেছে টেকনোলজিস্ট নিয়োগ বাস্তবায়ন কমিটি।

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে রবিবার থেকে এই আমরণ অনশন কর্মসূচি শুরু করেন মেডিক্যাল টেকনোলজিস্টরা।

আমরণ অনশন কর্মসূচিতে অংশ নেয়া ব্যক্তিরা জানান, ২০১৩ সালের নিয়োগ বিজ্ঞপ্তি মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে ওয়ান আমব্রেলা কনসেপ্ট বাস্তবায়ন করতে বলা হলেও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি।

১২ বছর যাবৎ মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়োগ না থাকায় ৫০ শতাংশ আবেদনকারীর বয়স শেষ হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন তারা।  ২০১৩ সালের আবেদনকারীর প্রায় ২ হাজার জনের বয়স উত্তীর্ণ হয়েছে। আর বর্তমানে প্রায় ২৫ থেকে ৩০ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট বেকার জীবনযাপন করছে।

আরও পড়ুন