মেহেরপুরের গাংনী থানা পুলিশের অভিযানে তার ১৫ কাঠা জমিতে আবাদকৃত ১৭০টির ওপরে গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। তবে আত্মগোপন করেছে মাদক ব্যবসায়ী দুলাল হোসেন।
পুলিশ জানায়, মটমুড়া গ্রামে নিজ বাড়ির পাশে ১৫ কাঠা জমিতে গাঁজা আবাদ করে দুলাল হোসেন। প্রাচীর ও বাঁশঝাড়ে ঘেরা থাকায় আশেপাশের লোকজনের নজরে পড়েনি। মাদক বিরোধী অভিযানে বুধবার (২৯ জুলাই) রাতে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গাঁজা বাগানটির সন্ধান পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী দুলাল হোসেন। রাত থেকে পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ। সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে যান পুলিশ সুপার এস.এম মুরাদ আলী।
পুলিশ সুপার জানান, পলাতক দুলালের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। দুলালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। জ্ঞিাসাবাদের জন্য আটক করা হয়েছে তিনজনকে। উদ্ধারকৃত গাঁজার গাছগুলো থানা হেফাজতে নেওয়া হচ্ছে।