আন্তর্জাতিক, ইউরোপ

মোরিয়া শরণার্থী শিবিরের জন্য নতুন তাঁবু স্থাপনের কাজ শুরু

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

শনিবার ১২ই সেপ্টেম্বর ২০২০ ০২:০৫:০৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগুনে পুড়ে যাওয়া গ্রিসের লেসবসের মোরিয়া শরণার্থী শিবিরে বসবাসের জন্য নতুন করে তাঁবু স্থাপনের কাজ শুরু করেছে দেশটির সেনাবাহিনী।

তবে নতুন তাঁবু স্থাপনের বিপক্ষে শুক্রবার বিরোধিতা করেছে স্থানীয়রা। তারা শিবিরে ত্রাণ সরবরাহ বন্ধ করতে সড়কও অবরোধ করে। গ্রিসের সবচেয়ে বড় শরণার্থী শিবিরটিতে আগুন লাগার পর অনিশ্চয়তায় রয়েছে প্রায় ১৩ হাজার মানুষ।

শুরুতে মোরিয়া শিবিরে তিন হাজার শরণার্থীর আবাসনের ব্যবস্থা করা হয়েছিল। ৭০টি দেশের শরণার্থীরা সেখানে আশ্রয় নেয়। মোরিয়া শরণার্থী শিবিরের অভিভাবকহীন চারশ শিশুকে আশ্রয় দিতে সম্মত হয়েছে ইউরোপের ১০টি দেশ। তাদের বেশিরভাগকেই নেয়া হবে জার্মানি ও ফ্রান্সে।

পাঁচ বছরের বেশি সময় ধরে এই শিবিরগুলিতে ছিলেন শরণার্থীরা। ২০১৫-১৬তে তাঁরা সব চেয়ে বেশি এসেছিলেন ইরাক ও সিরিয়া থেকে। অন্য দেশ থেকেও এসেছেন। কিন্তু এতদিনেও তাঁদের গ্রিসের মূল ভূখণ্ড বা ইউরোপের অন্য দেশে আশ্রয় জোটেনি। পড়ে থাকতে হয়েছে একটি দ্বীপে।

আরও পড়ুন