ফুটবল

মৌসুমে পঞ্চম শিরোপা জয়ের হাতছানি বায়ার্নের

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বুধবার ৩০শে সেপ্টেম্বর ২০২০ ১১:৪৩:১৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বায়ার্ন মিউনিখের সামনে আজ মৌসুমের পঞ্চম শিরোপা জয়ের হাতছানি। জার্মান সুপার কাপের ফাইনালে বাভারিয়ানদের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড। বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ফাইনাল শুরু রাত সাড়ে ১২টায়।

শিরোপার লড়াইয়ে মুখোমুখি জার্মানির সেরা দুই দল। লাইনআপটা এর চেয়ে ভালো হতেই পারে না। ঘরোয়া লিগ আর কাপের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জিতে বায়ার্ন দখলে নিয়েছে ট্রেবল। উয়েফা সুপার কাপের ফাইনালে সেভিয়াকে হারিয়ে হয়ে গেছে চার শিরোপা। রাতে বরুশিয়াকে হারালেই হাতে আসবে পঞ্চম শিরোপা। বাকি থাকবে শুধু ক্লাব ওয়ার্ল্ড কাপ। সেটা জিতলে বার্সার পর ইতিহাসের দ্বিতীয় ক্লাব হিসেবে বায়ার্ন পাবে মৌসুমে ছয় শিরোপা জয়ের স্বাদ।

ফাইনালের আগে দলটা আছে ফুরফুরে মেজাজে। থিয়াগো দল ছেড়েছেন, তবে সানে আসায় শক্তিমত্তা বেড়েছে বৈ কমে নি। পুরো ফিট স্কোয়াড থাকায় কোচ ফ্লিক তাই নির্ভার।

এদিকে, নামের ভারে বড় দল হলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় আন্ডারডগ হয়েই মাঠে নামবে বরুশিয়া ডর্টমুন্ড। তবে, তাদের জন্য সুখবর ইনজুরি কাটিয়ে ক্যাপ্টেন মার্কো রয়েসের ফেরা। এছাড়াও গোলকিপার বুরকি আর ফরওয়ার্ড সাঞ্চোর করোনা নেগেটিভ হওয়াটা কোচ লুসিয়ান ফ্যাভরেকে দেবে স্বস্তি।

দিনশেষে বিগ ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে দুই দলের দুই মহাতারকা রবার্ট লেওয়ানডফস্কি আর এলিং হ্যাল্ডান্ড। একাই ম্যাচ জিতিয়ে দেয়ার সামর্থ্য আছে এই দুইজনের।

ফাইনালে পরিস্কার ফেভারিট বায়ার্ন। গত বছরও তাই ছিলো। তবে, জিতেছিলো বরুশিয়া। বায়ার্নের ছয় শিরোপা জয়ের স্বপ্নে তারা তাই পানি ঢেলে দিলে অবাক হবেন না মোটেও।

আরও পড়ুন