জাতীয়, রাজধানী

যাত্রাবাড়িতে ফতোয়া সংক্রান্ত জরুরি বৈঠক চলছে

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ৫ই ডিসেম্বর ২০২০ ১১:৫০:৫৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভাস্কর্য ইস্যুতে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন দেশের শীর্ষ স্থানীয় কওমি আলেম ও ধর্মভিত্তিক দলের বেশ কয়েকজন নেতা।

শনিবার সকালে, রাজধানীর যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় এই বৈঠক চলছে।

বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন কওমি মাদ্রাসার সম্মিলিত শিক্ষা বোর্ড আল হাইয়্যাতুল উলিয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান। সকাল থেকেই দেশের কওমি মাদ্রাসার আলেমরা এসে পৌঁছেন। বৈঠকে যোগ দেন বাংলাদেশ খেলাফত মজলিশের ভারপ্রাপ্ত মহাসচিব শায়খুল হাদিস মাওলানা মামুনুল হকও।

জানা গেছে, ভাস্কর্য ইস্যু ছাড়াও আরো বেশ কিছু বিষয় নিয়ে বৈঠকে আলোচনা চলবে। সেইসাথে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে কোন আঙ্গিকে রাজা বাদশাদের ভাস্কর্য তৈরি করা হয়েছে তা ইসলামের আলোকে বিশ্লেষন করা হবে। এছাড়া, ওআইসিসহ শীর্ষ ইসলামি সংগঠনের ফতোয়া বিশ্লেষন করে ভাস্কর্য নিয়ে ইসলামের দৃষ্টিভ্গি সরকারের কাছে তুলে ধরা হবে।

আরও পড়ুন