বাংলাদেশ, রাজধানী, মহানগরী

যানজট আর শব্দদূষণে অস্থির রাজধানী 

Md. Shakil Sarder

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই এপ্রিল ২০২২ ১০:৫২:১৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অসহনীয় যানজট আর শব্দদূষণের কবলে রাজধানী। নিত্যদিন একই চিত্র।

ঘর থেকে বেরিয়ে ঠিক সময়ে কর্মস্থলে পৌঁছতে পারার কোনো নিশ্চয়তা নেই। পরিস্থিতি কবে বদলাবে কেউ জানে না।

ভোর আর সকালে গাড়ির চাকা কিছুটা সচল থাকলেও, সাতটার পর থেকে প্রায় স্থবির হয়ে পড়ে সব। সাথে অসহনীয় শব্দদূষণতো আছেই।

১০ মিনিটের পথ পাড়ি দিতে লাগে কখনো কখনো দুই ঘণ্টা। রমজান মাস হওয়ায় যানজটের ভোগান্তির মাত্রা বেড়েছে কয়েকগুণ।

অনেকেই বাধ্য হয়েই পায়ে হেটে গিয়েছেন গন্তব্যে। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন পুলিশ সদস্যরাও।

যানযট কমাতে যেসব উড়াল সেতু রয়েছে সেখানেও পরিবহণের দীর্ঘজট।  

আরও পড়ুন