আন্তর্জাতিক, ইউরোপ

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী সাজিদ জাভিদের পদত্যাগ

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি ২০২০ ১০:০৭:৪০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী সাজিদ জাভিদ পদত্যাগ করেছেন। ব্রেক্সিটের পর মন্ত্রিসভা পুনর্গঠনের সময়ই আচমকা এ পদত্যাগের ঘোষণা।

বিবিসি জানায়, জাভিদকে তার সহযোগীদের বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। জবাবে সাজিদ জাভিদ জানান, কোনো আত্মমর্যাদা সম্পন্ন মন্ত্রী এ ধরনের শর্ত মানতে পারেননা।

চার সপ্তাহের মধ্যেই জাভিদের বাজেট পেশ করার কথা ছিল। জনসন জুলাইয়ে প্রধানমন্ত্রী  হওয়ার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদকে  চ্যান্সেলর নিযুক্ত করেছিলেন। প্রধানমন্ত্রীর ঊর্ধ্বতন উপদেষ্টা ডমিনিক কামিংসের সঙ্গে জাভিদের সম্পর্কে টানাপোড়েন নিয়ে জল্পনার মধ্যেই তিনি পদত্যাগ করলেন।

জাভিদের ঘনিষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, প্রধানমন্ত্রী জাভিদকে তার সব বিশেষ উপদেষ্টাকে বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন। তাদের জায়গায় প্রধানমন্ত্রীর দপ্তরের বিশেষ উপদেষ্টাদের নিয়োগ দিতে বলেছিলেন, যাতে সবাই মিলে একটি টিম গঠন করা যায়। কিন্তু জাভিদ তা মানেননি।

আরও পড়ুন