ইউরোপ

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন আজ

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১২ই ডিসেম্বর ২০১৯ ০৯:১৩:০০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ আজ।

ব্রিটেনের সাধারণ নির্বাচনে আজ ভোটগ্রহণ। স্থানীয় সময় সকাল ৭টায় ভোট শুরু হয়ে শেষ হবে রাত ১০টায়। আর ফলাফল ঘোষণা হবে আসছে শুক্রবার। যুক্তরাজ্যের এবারের নির্বাচনকে বলা হচ্ছে, ‘দ্য ব্রেক্সিট ইলেকশন’।

ব্রেক্সিটকে ঘিরে পুরো দেশটাই দু'ভাগে ভাগ হয়ে গিয়েছে। কনজারভেটিভ পার্টি প্রধান বরিস জনসন ঘোষণা দিয়েছেন, ক্ষমতায় ফিরলে ৩১শে জানুয়ারির মধ্যে ব্রেক্সিট কার্যকর করাই হবে তাদের প্রধান লক্ষ্য। অপরদিকে লেবার পার্টির নেতা জেরেমি করবিন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে নতুন চুক্তির পাশপাশি দ্বিতীয় গণভোটের প্রতিশ্রুতি দিয়েছেন।

বরিস জনসনের রক্ষণশীল দল নির্বাচনে জিতলে দেশটির স্বাস্থ্য পরিষেবা মার্কিন কোম্পানির হাতে চলে যাবে বলে সতর্ক করেছেন লেবার পার্টি নেতা জেরেমি করবিন। তবে, অভিযোগ অস্বীকার করেছেন বরিস জনসন।

লেবার পার্টি ক্ষমতায় এলে ব্রেক্সিটের পর অভিবাসীদের মুক্তভাবে চলাচলে বাধা থাকবে না বলে প্রতিশ্রুতি দেয়া হয়েছে। আর দক্ষ ও শিক্ষিতদের জন্য অভিবাসনের দরজা খোলা রাখার আশ্বাস বরিস জনসনের।

প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে ইসলামবিদ্বেষী মন্তব্যের অভিযোগ তুলেছে লেবার পার্টি। অন্যদিকে, লেবার পার্টিতে ইহুদিবিদ্বেষী মনোভাব মোকাবিলায় জেরেমি করবিন ব্যর্থ বলে অভিযোগ কনজারভেটিভদের।

এদিকে, কোনো দল বা প্রার্থীর চেয়ে ব্রেক্সিট কার্যকর বা বিলম্ব করার ওপরই ভোটের ফলাফল নির্ভর করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে ৬৫০টি আসন রয়েছে। সরকার গঠনের জন্য ৩২৬ টি আসনে জয় পেতে হবে।

আরও পড়ুন