আন্তর্জাতিক, আমেরিকা

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে তুষারঝড়ের সতর্কতা জারি

Faruque

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৭শে জানুয়ারী ২০২২ ১২:৩৪:০৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী শীতকালীন ঝড়। হারিকেনের মতো শক্তি সঞ্চয় করা ওই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এসময় বাতাসের তীব্র গতিবেগের পাশাপাশি প্রচণ্ড তুষারপাত হতে পারে।  নিউইয়র্ক, ওয়াশিংটনসহ বেশ কয়েকটি শহরে কয়েকফুট তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে।  বোস্টন ও ম্যাসাচুসেটসেও শনিবার পর্যন্ত জারি থাকবে সতর্কতা।  তুষারে ঢেকে গেছে জেরুজালেম।  দুর্ঘটনা এড়াতে শহরের প্রধান সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ।  এছাড়াও বৃহস্পতিবার বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে তুষারঝড়ের কারণে গ্রিসের বেশ কয়েকটি অঞ্চলে তিন হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।  পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে না পারায় ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।  তুষারপাত কমে আসায় স্বাভাবিক হতে শুরু করেছে তুরস্কের ইস্তাম্বুল।  

আরও পড়ুন