আন্তর্জাতিক, আমেরিকা

যুক্তরাষ্ট্রের ১৬ অঙ্গরাজ্যের ২৫টি শহরে কারফিউ জারি

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

রবিবার ৩১শে মে ২০২০ ১১:৫৪:৪০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় পুলিশের হাতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহতের ঘটনায় দেশটির অন্তত ৩০টি অঙ্গরাজ্যে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় এই বিক্ষোভ দাঙ্গায় রূপ নিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ড মোতায়েনের আহবান জানিয়েছে অন্তত আটটি অঙ্গরাজ্য। এছাড়া, ১৬টি অঙ্গরাজ্যের অন্তত ২৫টি শহরে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন।  মিশিগানে অজ্ঞাত ব্যক্তির গুলিতে প্রাণ হারিয়েছেন একজন বিক্ষোভকারী।

ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডেও এক পুলিশের মৃত্যু হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে আটক করা হয়েছে কয়েকশ' বিক্ষোভকারীকে। দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পাশাপাশি দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বিক্ষোভের মুখে হোয়াইট হাউজের সামনে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। গেল সোমবার গ্রেপ্তারের চেষ্টার সময় পুলিশের নির্যাতনে মারা যান জর্জ ফ্লয়েড নামে ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তি।

আরও পড়ুন