আন্তর্জাতিক, আমেরিকা

যুক্তরাষ্ট্রে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা

আবু বকর

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২রা মার্চ ২০২১ ০১:৩২:৩৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খুব দ্রুত সংক্রমণে সক্ষম করোনাভাইরাসের এমন ধরণগুলো যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়তে পারে। এজন্য করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করেছেন দেশটির এক শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি'র এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) প্রধান ড. রচেলে ওয়ালেনস্কি বলেন, কোভিড -১৯ এর সাম্প্রতিক তথ্য ভীষণ উদ্বেগের।

তিনি বলেন, 'গত দুই সপ্তাহে প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং দুই হাজার করে মানুষের মৃত্যু হয়েছে। এটা অনেক বড় সংখ্যা।'

তিনি আরো বলেন, 'দয়া করে আমাকে স্পষ্টভাবে শুনুন, আমরা এতোদিন ধরে যে শক্ত ভিতের উপর দাঁড়িয়ে ছিলাম তা করোনার নতুন এই ধরনের কারণে হারাতে বসেছি। করোনার এই লক্ষণগুলো জনগণ এবং আমাদের সমৃদ্ধির জন্য হুমকিস্বরূপ।'

যুক্তরাজ্যে প্রথম সনাক্ত হওয়া দ্রুত সংক্রমণে সক্ষম করোনার নতুন ধরন বি.১.১.৭ এ মাসেই যুক্তরাষ্ট্রের করোনার প্রধান ধরন হিসেবে পরিণত হবে বলেও আশঙ্কা করছে সিডিসি।

করোনাভাইরাসের অনেকগুলো ধরণের মধ্যে স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলে সনাক্ত হওয়া ধরণগুলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে দুই কোটি ৮০ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন