আন্তর্জাতিক, আমেরিকা

যুক্তরাষ্ট্রে 'গুরুত্বপূর্ণ' নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের জয়

ইসতিয়াক হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ৬ই নভেম্বর ২০১৯ ১১:০৬:০৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০ বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো ভার্জিনিয়া আইনসভার পূর্ণ নিয়ন্ত্রণ এসেছে ডেমোক্র্যাটদের হাতে।

যুক্তরাষ্ট্রের রক্ষণশীল প্রাধান্যের অঙ্গরাজ্য কেন্টাকির গভর্নর নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর জয়ী হয়েছেন ডেমোক্র্যাট অ্যান্ডি বেশার। ক্ষমতাসীন রিপাবলিকান গভর্নর ম্যাট বেভিনকে দশমিক ৪ শতাংশ ভোট ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন তিনি।

এছাড়া ২০ বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো ভার্জিনিয়া আইনসভার পূর্ণ নিয়ন্ত্রণ এসেছে ডেমোক্র্যাটদের হাতে। প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক বছর আগে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যভিত্তিক ‘গুরুত্বপূর্ণ’ নির্বাচনে ডেমোক্র্যাটদের এ জয় ট্রাম্পের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। যদিও মিসিসিপির গভর্নর নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে রিপাবলিকানরা।

এছাড়াও কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্ণর পদে পরাজিত হলেও অ্যাটর্নি জেনারেলের পদসহ পাঁচটি গুরুত্বপূর্ণ পদে জয় পেয়েছে রিপাবলিকানরা। এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প কেন্টাকি ও মিসিসিপিতে রিপাবলিকানদের ফলাফলের প্রশংসা করেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কেন্টাকিতে জয় পেয়েছিলেন ট্রাম্প। তিনি বলেন, এই অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে ডেমোক্র্যাট বেশার চরম বিপদজনক হবেন। কেন্টাকির গভর্নর নির্বাচনে পরাজিত হলেও অঙ্গরাজ্যের আরও পাঁচটি গুরুত্বপূর্ণ পদে জয় পেয়েছে রিপাবলিকানরা। এর মধ্যে  অ্যাটর্নি জেনারেলের পদও রয়েছে।

এদিকে ভার্জিনিয়ায় রিপাবলিকানদের আধিপত্য গুড়িয়ে দিয়ে অঙ্গরাজ্যের আইনসভার দুই কক্ষের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ডেমোক্র্যাটরা। সেখানকার পার্লামেন্টের নিম্নকক্ষে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছে ট্রান্সজেন্ডার ড্যানিকা রোয়েম। আর সিনেটে প্রথমবারের মতো মুসলিম নারী হিসেবে নির্বাচিত হয়েছেন গাজালা হাশমি। এই নির্বাচনের প্রচারণায় প্রার্থীদের সঙ্গে অংশ নেন আগামী বছরের সম্ভাব্য ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।

এছাড়া মিসিসিপির গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট জিম হুডকে হারিয়ে রিপাবলিকানদের ক্ষমতা ধরে রেখেছেন টেট রিভস। দুই দশকেরও বেশি সময় ধরে এই অঙ্গরাজ্যের গভর্নরের কার্যালয়ের নিয়ন্ত্রণ রয়েছে রিপাবলিকানদের হাতে।

আরও পড়ুন