যুক্তরাষ্ট্রের ধেয়ে আসছে শক্তিশালী ঝড় হেনরি। জারি করা হয়েছে জরুরি অবস্থা।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় হেনরি। বেশ কয়েকটি রাজ্যে আঘাত হানতে পারে ঝড়টি। নিউইয়র্কে জারি করা হয়েছে জরুরি অবস্থা।
মার্কিন হারিকেন সেন্টার-এনএইচসি জানিয়েছে, আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঝড়টি রবিবার নিউইয়র্কের লং আইল্যান্ড ও নিউ ইংল্যান্ডের দক্ষিণ অংশে আছড়ে পড়তে পারে। ঝড়ের কারণে বন্যা ও জলোচ্ছাসের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে বাতাসের তীব্রতা বেড়েছে। ঘণ্টায় একশ ২০ কিলোমিটার বেগে নিউইয়র্ক ও নিউ ইংল্যান্ডের ওপর দিয়ে বয়ে যেতে পারে হারিকেনটি। ঝড়ো বাতাসের কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হতে পারে কয়েক লাখ মানুষ।