আন্তর্জাতিক, আমেরিকা

যুক্তরাষ্ট্রে স্কুলে হামলা: হামলাকারীর মৃত্যু

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

রবিবার ১৭ই নভেম্বর ২০১৯ ০১:৪৫:০১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্কুলে গুলিতে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সন্দেহভাজন হামলাকারী মারা গেছে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে হাসপাতালে মারা যায় হামলাকারী নাথানিল বেরহো। বৃহস্পতিবার সান্তা ক্ল্যারিতার সগাস হাইস্কুলে ১৬ বছর বয়সী হামলাকারী, তারই স্কুলের শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর পর নিজের মাথায় গুলি করে। এতে আরও তিনজন আহত হয়।

নিজের ১৬তম জন্মদিনে কি কারণে এই হামলা চালানো হলো তা নিয়ে এখনো তদন্ত চলছে। হামলাকারীর সামাজিক যোগাযোগ মাধ্যম ও জীবনযাপন নিয়ে অনুসন্ধান করছে তদন্তকারীরা।

তবে পুলিশ জানায়, কাউকেই নির্দিষ্ট করে গুলি করেনি হামলাকারী। হামলার সময় যারা তার আশপাশে ছিলো তারাই এ ঘটনার শিকার হয়েছে।

আরও পড়ুন