আন্তর্জাতিক, আমেরিকা, আরব

যুক্তরাষ্ট্র সমর্থন তুলে নেয়ায় দিশেহারা সিরিয়ার কুর্দি বাহিনী

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৮ই অক্টোবর ২০১৯ ০৩:৩০:৪৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের ফোনালাপের পরপরই বিবৃতি দেয় হোয়াইট হাউস।

সিরিয়ায় তুরস্কের সেনা অভিযানের আগ মুহুর্তে যুক্তরাষ্ট্র সমর্থন তুলে নেয়ায় দিশেহারা হয়ে পড়েছে কুর্দি বাহিনী। এদিকে, হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে তুরস্কের অভিযানে কোন হস্তক্ষেপ করবে না মার্কিন সেনারা।

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তে থাকা শতাধিক মার্কিন সেনা সদস্যকে সরিয়ে নেয়া হচ্ছে। এতে, চরম আতঙ্কে রয়েছে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্রশক্তি হিসেবে দীর্ঘদিন ধরে লড়াই করা কুর্দিরা। হঠাৎ করেই ট্রাম্পের এমন সিদ্ধান্তের নিন্দাও জানিয়েছে কুর্দি সেনাদের নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস।

সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে কুর্দি বাহিনী লড়াই করলেও তাদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে তুরস্ক। তবে, সব সময়ই তাদের পেছনে সমর্থন ছিলো যুক্তরাষ্ট্রের।

এর আগে, জানুয়ারিতে কুর্দি বাহিনীর ওপর হামলা হলে তুরস্ককে অর্থনৈতিকভাবে ধ্বংস করার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন