বাংলাদেশ, তারুণ্য, জাতীয়

যুবশক্তিকে উৎপাদনে সম্পৃক্ত করার তাগিদ রাষ্ট্রপতির

Faruque

ডিবিসি নিউজ

সোমবার ১লা নভেম্বর ২০২১ ০৭:৫৭:৪৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুবশক্তিকে উৎপাদনশীলতায় সম্পৃক্ত করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।  তিনি বলেছেন, যুবসমাজকে অগ্রাধিকার দিয়ে নতুন নতুন প্রশিক্ষণ কোর্স, প্রকল্প ও কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। 

জাতীয় যুবদিবস-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর জেলায় জেলায় কম্পিউটার ল্যাব স্থাপন করেছে।  সব জেলায় যুবকদের জন্য একই ধরনের প্রশিক্ষণ অবকাঠামো সুবিধা সৃষ্টির লক্ষ্যে নতুন নতুন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং প্রশিক্ষণ কেন্দ্রের সম্প্রসারণ করা হচ্ছে।  যুব সংগঠন আইন ২০১৫ প্রণয়ন ও বিধিমালা ২০১৭ প্রণয়নের ফলে যুব কার্যক্রমের প্রসার ঘটছে বলে জানান রাষ্ট্রপতি। 

রাষ্ট্রপতি বলেন, আমাদের অদম্য যুব সমাজ স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির সংকটময় মুহূর্তে অমূল্য অবদান রেখেছে। যুবদের উদ্দীপনা ও সাহস আমাদের ভবিষ্যতের স্বপ্ন দেখায়। যুবদের ধ্যান-ধারণা ও আগ্রহ অন্যদের অনুপ্রেরণা যোগাবে এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে। 

আরও পড়ুন