জাতীয়

যেসব নৌপথে সমস্যা সেগুলো ড্রেজিং করা হবে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩০শে নভেম্বর ২০২১ ০৬:৫৪:৪৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যেসব নৌপথ যোগাযোগের সমস্যা তৈরি করছে সেগুলোকে ড্রেজিং করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার দুপুরে ভোলার চরফ্যাশনে বেতুয়া নদী বন্দরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।

নাব্যতা দূর করতে বিআইডব্লিউটিএ ৪০ টি ড্রেজার সংগ্রহ করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আরও ৩৫টি ড্রেজার সংগ্রহ করার প্রক্রিয়া চলছে। সরকার ১০ হাজার কিলোমিটার নৌ-পথ তৈরি করার সংকল্প নিয়ে যাত্রা শুরু করেছে। এরই মধ্যে ২ হাজার ৭০০ কিলোমিটার নৌপথ তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন