জেলার সংবাদ, অপরাধ

যৌতুকের মামলা তুলে নিতে গৃহবধূকে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল

রাকিবুল হাসান রুবেল, ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২২শে মার্চ ২০২১ ০৫:৩৪:৩৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যৌতুকের মামলা তুলে নিতে এক গৃহবধূকে প্রকাশ্য দিবালোকে মারধর করেছেন শ্বশুরবাড়ির লোকজন। মারধরের সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় মামলা করেছেন নির্যাতিতার বড় ভাই।

লাঠি দিয়ে গৃহবধূ ইয়াসমিনকে বেধড়ক পেটাচ্ছেন মামা শ্বশুর আলোয়ারুল ইসলাম। সাথে যোগ দিয়েছেন তার স্ত্রী, ছেলে আর মেয়ে। আদালতে স্বামী, শ্বশুর-শ্বাশুড়ির বিরুদ্ধে যৌতুক নির্যাতন আইনের মামলা করায়, ক্ষুব্ধ হয়ে গেল ১০ মার্চ (বুধবার) দুপুরে বাড়ির পাশে মারধর করা হয় গৃহবধূ ইয়াসমিনকে।

১২ সেকেন্ডের মারধরের সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনার পর নির্যাতিতার পরিবারকে এলাকা ছাড়তে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। মারধরের সেই ঘটনায় গত বৃহস্পতিবার (১৮ মার্চ) ময়মনসিংহ আদালতে প্রতিকারের আশায় আরেকটি মামলা করেন নির্যাতনের শিকার গৃহবধূর ভাই মাহাবুব। আ সোমবার (২২ মার্চ) সেই মামলার খোঁজ নিতে আদালতে আসেন দুই ভাইবোন।

নির্যাতিতা ইয়াসমিন আক্তার কাঁদতে কাঁদতে বলেন, 'আমাকে এমনভাবে মেরেছে, নিজের রক্ত যে এভাবে বেঈমানি করতে পারে তা জানতাম না। আমি এ ঘটনার বিচার চাই। কঠোর শাস্তি চাই অপরাধীদের। আমার মা নেই। আমার মত অসহায় যেন এ পৃথিবীতে আর কেউ না হয়।'

নির্যাতিতা নারীর ভাই মাহাবুব আলম জানান, 'আমার ছোট বোনকে যখন মারধর করছিলো, তখন আমি সহ অনেকেই তাদের ফেরাতে গেলে আমাদেরও মারধর করা হয়। পরে চিকিৎসা নেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। যেন এ ধরনের ঘটনা বাংলাদেশে আর কেউ ঘটাতে সাহস না করে।'

২০১৮ সালে নিজের পছন্দে ফুফাতো ভাই পাভেলকে বিয়ে করেন ইয়াসমিন আক্তার। বিয়ের পর থেকেই পাভেল ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য নানাভাবে চাপ দিতো তাকে। টাকা না দিতে পারলে নির্যাতন চালানো হতো জানান নির্যাতিতা গৃহবধূ ইয়াসমিন।

পুলিশ বলছে, ভিডিওটি তাদের দৃষ্টিগোচর হয়েছে। অপরাধী যেই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, 'ঘটনাটি পারিবারিক কোন্দলে ঘটলেও এভাবে প্রকাশ্যে নারীর ওপর অত্যাচার আমরা বরদাশত করবো না। অপরাধীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছি। পুলিশ অপরাধীদের ধরতে কাজ করছে।'

আরও পড়ুন