আন্তর্জাতিক, নারী

যৌন সহিংসতা বন্ধে জিরো টলারেন্স দিবস আজ

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৬ই ফেব্রুয়ারি ২০২০ ০৩:১৪:০৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারীর প্রতি সব ধরনের যৌন সহিংসতা বন্ধে এগিয়ে আসতে যুবসমাজের প্রতি এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

জিরো টলারেন্স দিবস উপলক্ষ্যে দেয়া এক বার্তায় তিনি আরো বলেন, সকলের সম্মিলিত চেষ্টায় নারীর খৎনার মতো সহিংসতা ২০৩০ সালের মধ্যে পৃথিবী থেকে নির্মূল করা যাবে। মেয়েদের যৌনাঙ্গ বিকৃতিকরণের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে প্রতিবছর ৬ই ফেব্রুয়ারি জিরো টলারেন্স দিবস পালন করে জাতিসংঘ।

গুতেরেস আরো বলেন, সহিংসতা রোধে পরিবর্তন ও অধিকার নিয়ে কথা বলতে সবাইকে নারীদের সহায়তা করতে হবে।

জাতিসংঘের তথ্যমতে, বর্তমানে ২০ কোটিরও বেশি নারী যৌন সহিংসতার কারণে ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। এতে নারীর শারীরিক, মানসিক ও নানা ধরনের যৌন-স্বাস্থ্য জটিলতা দেখা দেয়। এ বছর, ৪০ লাখেরও বেশি নারী যৌন সহিংসতার ঝুঁকিতে রয়েছে বলেও সতর্ক করেছে জাতিসংঘ।

আরও পড়ুন