খেলাধুলা, ক্রিকেট

রংপুরকে ১০৫ রানে হারিয়েছে কুমিল্লা

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

বুধবার ১১ই ডিসেম্বর ২০১৯ ১০:৪১:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের কাছে উড়ে গেছে রংপুর রেঞ্জার্স।

ক্যাপ্টেন দাসুন সানাকার ৭৫ রানের তাণ্ডবে নিজেদের ২০ ওভারে ১৭৩ রানের বড় পুঁজি পায় কুমিল্লা। জবাব দিতে নেমে ১৪ ওভারেই ৬৮ রানে অলআউট হয়ে যায় রংপুর রেঞ্জার্স।

শুরুতেই টস জিতে ব্যাটিং নিয়েছিলেন কুমিল্লার অধিনায়ক দাসুন সানাকা। রাজাপাকশের সঙ্গে ইয়াসির আলি রাব্বিকে ওপেন করিয়ে চমক দিতে চেয়েছিলো কুমিল্লা। তবে প্রথম বলে রাব্বিকে বোল্ড করে উলটা চমক দিয়েছেন মোহাম্মদ নবী। সৌম্য-সাব্বিরের শুরুটা ভালো হলেও ইনিংস বড় করতে পারেননি।

ব্যাটিং অর্ডারে ছয়ে নেমে এক হাতে গোটা ম্যাচের চেহারাই বোদলে দিয়েছেন দাসুন সানাকা। ক্যাপ্টেনের ৩১ বলে ৭৫ রানের টর্নেডোতে রংপুরের সামনে ১৭৪ রানের টার্গেট সেট করে কুমিল্লা।

জবাব দিতে নেমে কুমিল্লার বোলারদের সামলাতে পারেনি রংপুর টপ অর্ডার। প্রথম আট ব্যাটসম্যানের পাঁচজনই ছুতে পারেনি দুই অংকের ঘর।

৮ বলে ২৩ কোরে ভালো কিছুর আভাস দিলেও ইনিংস বড় করতে পারেনি মোহাম্মদ শাহজাদ। জহুরুল ইসলাম, ফজলে রাব্বি, লিউস গ্রেগরিরা ছিলেন আসা যাওয়ার মধ্যে। শেষ পাঁচ ওভারে ১৫ রানে চার উইকেট হারিয়ে বড় হারের লজ্জায় পড়ে রংপুর।       

আরও পড়ুন