বাংলাদেশ, জেলার সংবাদ, স্বাস্থ্য

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বেশিরভাগ যন্ত্রই অকেজো

Md. Shakil Sarder

ডিবিসি নিউজ

শনিবার ৯ই এপ্রিল ২০২২ ১২:১৩:০৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার অধিকাংশ যন্ত্রপাতি বিকল। সিটিস্ক্যান, আল্ট্রাসনোগ্রাম ও এনজিওগ্রাম মেশিন নষ্ট দুই বছর ধরে। ২৫টি ডায়ালাইসিস মেশিনের মধ্যে ১২টিই অকেজো। অথচ এসব মেরামতে কর্তৃপক্ষের নেই কোন উদ্যোগ।

ভূক্তভোগীরা বলেন, একটি সিন্ডিকেট ডায়াগনিস্টিক মালিকদের সাথে আতাত করে হাসপাতালের মেশিনগুলো মেরামত করছে না।

উত্তরের প্রায় দুই কোটি মানুষের স্বাস্থ্য সেবার ভরসা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল। প্রতিষ্ঠার পর থেকে বেড়েছে হাসপাতালের পরিসর ও সেবার মান। কিন্তু বর্তমানে অসাদু সিন্ডিকেট আর দালালদের দৌরাত্ম্যে হাসপাতালটি বেহাল।

হাসপাতালের অধিকাংশ যন্ত্র বিকল দীর্ঘ সময় ধরে। নেই মেরামতের কোনো উদ্যোগ। বাইরের প্যাথলজিতে স্বাস্থ্য পরীক্ষায় নানা দুর্ভোগের কথা জানান ভূক্তভোগীরা।

বর্তমানে হাসপাতালের যে কয়টি মেশিন সচল আছে, সেগুলোও সঠিকভাবে কাজ করছে না। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে পদে পদে।

পরিস্থিতি স্বীকার করে সংকট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম।

দ্রুত নষ্ট হওয়া মেশিন মেরামতসহ আরো অত্যাধুনিক যন্ত্রপাতি সংযুক্তির মাধ্যমে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালকে আধুনিক চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে প্রত্যাশা সবার।  

আরও পড়ুন