জাতীয়, রাজধানী

রবিবার মামলা ৮৮টি, জরিমানা ১ লাখ ২১ হাজার টাকা  

ময়ূখ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে নভেম্বর ২০১৯ ০৯:৫৭:২৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নতুন সড়ক পরিবহণ আইন কার্যকর হলেও প্রয়োগে নেই তেমন তৎপরতা। আনুষ্ঠানিক নির্দেশনা না পাওয়ার কথা বলছেন ট্রাফিক বিভাগের কর্মীরা। তবে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রবিবার ৮৮টি মামলা করেছে, জরিমানা করেছে ১ লাখ ২১ হাজার টাকা।  

এদিকে, নতুন আইনের বিষয়ে এখনও জানেন না অনেক যাত্রী ও চালক। আর এই আইন সংশোধনের দাবিতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১১ জেলায়  বন্ধ রয়েছে বাস চলাচল। পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা।

রবিবার থেকে আইন কার্যকর হলেও বাস্তবায়নে ট্রাফিক পুলিশের তেমন তৎপরতা দেখা যায়নি। নতুন আইনে মামলা করার স্লিপও হাতে পায়নি তারা। আর সড়কে ফিটনেসবিহীন গণপরিবহনও চলতে দেখা গেছে। যেখানে সেখানে যাত্রী ওঠানামাও চলছে। 

গত বছরের ৮ই অক্টোবর ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর গেজেট হলেও তার কার্যকারিতা ঝুলে ছিল। এক বছর পর চলতি মাসের শুরুতে আইন কার্যকরের কথা থাকলেও পরিবহন মালিক সংগঠনের আবেদন ও সচেতনতা বাড়াতে আইন প্রয়োগ শিথিল করা হয় দুই সপ্তাহ।  

 

আরও পড়ুন