জেলার সংবাদ, বিশেষ প্রতিবেদন, কৃষি

রাংগোয়াই আমের চাহিদা দেশজুড়ে

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বুধবার ১৪ই জুলাই ২০২১ ০৩:৪৬:২৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বান্দরবানে পাহাড়ের প্রতিটি আম বাগানে থোকায় থোকায় ঝুলছে কাঁচা-পাকা রাংগোয়াই জাতের আম। কম আঁশযুক্ত আর সুস্বাদু হওয়ায় এই আমের চাহিদা রয়েছে দেশজুড়ে। তবে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় এবার আমের ফলন কম।

বান্দরবানের উঁচু নিচু পাহাড়গুলোর আম বাগানে কাঁচা-পাকা রাংগোয়াই আমের সমারোহ। জুন মাসের শেষের দিক থেকে এসব আম পাড়তে ব্যস্ত আমচাষিরা। জেলার লাইমিপাড়া, ফারুক পাড়া, বেতেল পাড়, গ্যাৎসামনি পাড়ায় গেলে দেখা মিলবে এ দৃশ্য।

বেশি লাভের আশায় এসব আম কম দামে পাইকাররা কিনে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়। তবে সঠিক সময়ে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় এ বছর আমের ফলন কম। চাষিরা আধপাকা আম প্রতি মণ বিক্রি করছেন ৬০০ টাকা করে।

তবে, চাহিদার তুলনায় সরবরাহের পরিমাণ বেশি হওয়ায় রাংগোয়াই আমের দাম কম বলে জানায় স্থানীয় কৃষিবিভাগ।

বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. একেএম নাজমুল হক বলেন, গত বছরের চেয়ে কম হলেও সার্বিকভাবে আমের ফলন ভালোই হবে। চাহিদার তুলনায় সরবরাহ অনেক বেশি হওয়াতে দামটা এখন কম।'

কৃষি বিভাগ জানায়, ২০১৮-১৯ অর্থবছরে ৯৩ হাজার ৮৯৬ মেট্রিক টন এবং ২০১৯-২০ অর্থবছরে ৮৯ হাজার ২৬ মেট্রিক টন আমের ফল হয়েছে।

আরও পড়ুন