জেলার সংবাদ

রাঙ্গাবালীতে অভাবের তাড়নায় জেলের আত্মহত্যা

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

সোমবার ১৬ই মে ২০২২ ০৯:৩১:০৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাকিল ভূইয়া (২৯) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার মৌডুবি ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাকিল বাইলাবুনিয়া গ্রামের আনোয়ার ভূঁইয়ার ছেলে। সে সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতো সে। তার উপার্জনের অর্থেই চলতো বাবা-মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ ছয় সদস্যের সংসার।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে নিজ বাড়ি সংলগ্ন পার্শ্ববর্তী একটি গাছে ঝুলন্ত অবস্থায় শাকিলের মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। তাদের আহাজারিতে প্রতিবেশীরা ছুটে এসে বিষয়টি জানতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

শাকিলের বাবা আনোয়ার ভূইয়া ও স্ত্রী সুমা আক্তার জানান, এক মাস আগে ধারদেনা করে নিজেদের বসবাসের জন্য একটি টিনশেড ঘর নির্মাণ শুরু করে শাকিল। এতে ৭০ হাজার টাকার মত দেনা হয়। তাই এই দেনার টাকা কিভাবে পরিশোধ করবে, এ নিয়েই দুশ্চিন্তায় দিন কাটছিল তার। তাদের ধারণা, অভাবের তাড়না সইতে না পেরে শাকিল আত্মহননের পথ বেছে নিয়েছে।

রাঙ্গাবালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, সে ধারদেনায় জর্জরিত ছিল। কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফন হবে। আর অপমৃত্যু মামলা হবে।

আরও পড়ুন