রাজধানী

রাজধানীজুড়ে নিরাপত্তা বলয়ে জীবিকা সঙ্কটে দরিদ্ররা

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ১লা এপ্রিল ২০২০ ০৪:৪৩:০৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা সংক্রমণ ঠেকাতে রাজধানীজুড়েই যখন নিরাপত্তার বলয়, তখন সেই নিরাপত্তার সাথে দিন রাত যুদ্ধ করে যাচ্ছেন দরিদ্ররা।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য দেয়ার কথা বলা হলেও, তা সঠিকভাবে পৌঁছাচ্ছে না এই জনগোষ্ঠীর কাছে। পাশাপাশি অপ্রয়োজনে অনেকেই চলাচল করায় রাজধানীতে করোনা সংক্রমণের আশঙ্কা বাড়ছে।

পুরো বিশ্ব যখন করোনা আতঙ্কে ভুগছে, তখন নিম্ন আয়ের মানুষের কাছে বড় সঙ্কট জীবিকা। জীবন মানে এখানে শুধুই বেঁচে থাকা।

রাজধানীতে জীবনযাত্রার পরিবর্তনের ধারা, কেড়ে নিয়েছে নিম্ন আয়ের মানুষের বেঁচে থাকার অবলম্বন। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে সাহায্যের কথা বলা হলেও, তা পাচ্ছেন না অনেকেই। রাজধানীর সড়কে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি বেড়েছে সাধারণ মানুষের আনাগোনা। অপ্রয়োজনেই ঘর থেকে বের হচ্ছেন অনেকেই।

সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রতিদিনের মতই সক্রিয় আইন শৃঙ্খলাবাহিনী ও সেনাবাহিনী।

আরও পড়ুন