রাজধানী

রাজধানীতে খেটে খাওয়া আর ভবঘুরেদের ত্রাণই ভরসা

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ১লা এপ্রিল ২০২০ ০৪:৪৬:০৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঘোষিত সাধারণ ছুটিতে বিপাকে পড়া কম আয়ের মানুষ ও ভবঘুরেদের এখন ত্রাণই ভরসা।

ত্রাণ নিয়ে কোনো গাড়ি হাজির হলেই হুড়োহুড়ি পড়ে যাচ্ছে। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব বজায় রাখার নীতি। অবশ্য এসব মেনেও ত্রাণ বিতরণ করতে দেখা গেছে কোথাও কোথাও।করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান সাধারণ ছুটিতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তাদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে নানা রাজনৈতিক, সামাজিক ও বাণিজ্যিক সংগঠন।

বুধবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে। সুশৃঙ্খল ওই ত্রাণ বিতরণের সময় সেখানে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের গাড়ি ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হলে অনেকেই ছুটে যান সেখানে। এতে, স্থগিত হয়ে যায় ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রাণ বিতরণ।

জাতীয় প্রেসক্লাব মোড়ে বিতরণ করা ত্রাণ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। আবার একই পরিবারের বেশ কয়েকজন সদস্যকে ত্রাণ নিয়ে বাড়ি ফিরতে দেখা যায়। এছাড়া, বেইলি রোড ও আশপাশের এলাকায় ত্রাণ বিতরণ করেন অফিসার্স ক্লাবের সদস্যরা।

আর নয়াপল্টনে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব।

আরও পড়ুন