বাংলাদেশ, জাতীয়, রাজধানী, কৃষি

রাজধানীতে চালু হলো বিষমুক্ত নিরাপদ সবজির হাট

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শুক্রবার ৬ই ডিসেম্বর ২০১৯ ০৯:২৭:৫৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীতে চালু হয়েছে বিষমুক্ত নিরাপদ সবজির হাট।

সপ্তাহে দুই দিন শুক্র ও শনিবার এই বাজার বসবে মানিক মিয়া এভিনিউয়ের সেচ ভবন প্রাঙ্গণে। শুক্রবার সকালে কৃষিমন্ত্রী ডক্টর মুহাম্মদ আব্দুর রাজ্জাক এর উদ্বোধন করেন।

গাজীপুর, মানিকগঞ্জ, সাভার, নরসিংদীসহ ঢাকার আশেপাশের এলাকা থেকে কৃষকরা তাদের উৎপাদিত সবজি  নিয়ে আসে এই বাজারে। ক্ষতিকর রাসায়নিক সার বা কীটনাশকের পরিবর্তে জৈব সার ব্যবহার করে উৎপাদন করা হয়েছে সবজীগুলো। ক্রেতার কাছে সরাসরি পণ্য বিক্রি করে লাভবান হওয়ায় এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে কৃষকরা।  

দাম একটু বেশি হলেও  সরকারের নজরদারিতে এধরণের নিরাপদ খাদ্যের বাজার রাজধানীর বিভিন্ন পয়েন্টে চালু করা উচিত বলে মনে করেন ক্রেতারা। এদিকে, বাজারে পর্যাপ্ত চাল ও এর বাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলে আশ্বস্ত করেছেন কৃষিমন্ত্রী।

আরও পড়ুন