জাতীয়, রাজধানী

রাজধানীর মিরপুরে বস্তিতে আগুন

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শুক্রবার ২৪শে জানুয়ারী ২০২০ ০৮:২৬:১৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগুনে পুড়ে গেছে প্রায় দেড়শতাধিক ঘর।

রাজধানীর মিরপুর ৭ নম্বর ঝিলপাড়ের চলন্তিকা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। 

শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা বস্তিতে ছড়িয়ে পড়ে। 

স্থানীয়রা জানান, রাত পৌনে চারটার দিকে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের ১৫ টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেননি তিনি। এদিকে ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডে একজন আহত হয়েছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।  এ ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৫ সদসস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

গত বছরের আগস্টে চলন্তিকার এই বস্তিতে ভয়াভয় আগুনে পুড়ে গিয়েছিল প্রায় কয়েকশ ঘরবাড়ি।  

আরও পড়ুন