বাংলাদেশ, জাতীয়, রাজধানী, মহানগরী

রাজধানী থেকে দূরপাল্লার বাসে ঢাকা ছাড়ছে মানুষ

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শুক্রবার ১৬ই জুলাই ২০২১ ০৭:৪৯:০৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কঠোর বিধিনিষেধ শিথিল করায় রাজধানীতে চলছে গণপরিবহণ। ছাড়তে শুরু করেছে দূরপাল্লার বাস।

স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে নেয়া হচ্ছে যাত্রী। তবে নির্ধারিত ৬০ শতাংশের চেয়ে বেশি ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার সকাল থেকে দূরপাল্লার বাস কাউন্টারে দেখা গেছে উপচেপড়া ভিড়। বিভিন্ন কাউন্টার ঘুরেও টিকিট পাচ্ছেন না অনেকে। বেশি ভাড়া নেয়ার অভিযোগও করছেন যাত্রীরা।

ঈদের বেশ কয়েকদিন আগে গ্রামে যেতে পারলেও ফেরা নিয়ে দুঃশ্চিন্তার কথা জানিয়েছেন অনেকে। করোনা সংক্রমণ বাড়ায় পয়লা জুলাই থেকে সারাদেশে কঠোর বিধিনিষেধ দেয়া হয়। ঈদুল আজহা উদযাপনে ৮ দিনের জন্য শিথিল করা হয়েছে কঠোর বিধিনিষেধ।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।

আরও পড়ুন