বাংলাদেশ, জেলার সংবাদ, ডেঙ্গু

রাজবাড়ীতে বাড়ছে মশার উপদ্রব, জনমনে ডেঙ্গু আতঙ্ক

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২১শে মে ২০২০ ০৫:১৫:০৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজবাড়ীতে বাড়ছে মশার উপদ্রব। এতে করোনা সংক্রমণের পাশাপাশি ডেঙ্গু নিয়ে বাড়ছে জনমনে শঙ্কা। এখনই মশানিধনে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি রাজবাড়ী বাসীর। 

এদিকে, মশকনিধনে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় পৌরসভার কাজ ব্যাহত হচ্ছে বলে জানালেন মেয়র। তবে, সিভিল সার্জন জানালেন, ডেঙ্গু মোকাবিলায় সব প্রস্তুতি আছে তাদের। 
 
গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর ও পাংশা উপজেলায় মারা গেছে দুইজন। এ বছর করোনা মহামারির মধ্যে ডেঙ্গু নিয়ে উৎকণ্ঠায় রয়েছে রাজবাড়ীবাসী। এরই মধ্যে বিভিন্ন এলাকায় বেড়েছে মশার উপদ্রব। পৌরসভার বেশিরভাগ ড্রেনে পলিথিন ও প্লাস্টিকের আবর্জনায় জমে থাকা পানিতে বাড়ছে মশা। 

দ্রুত মশকনিধন কার্যক্রম শুরু করতে না পারলে ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হবে স্বাস্থ্য বিভাগকে। মশার বিস্তার রোধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের।  

রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী বলেন, ডেঙ্গু মোকাবিলায় আমরা কাজ করে যাচ্ছি। এ বিষয়ে বরাদ্দ বাড়ানো গেলে মশকনিধনে আরো কার্যকর ব্যবস্থা নেয়ার হবে।

আরও পড়ুন