খেলাধুলা, ফুটবল

রাতেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৩ই আগস্ট ২০২০ ০৬:৫৫:২০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাতে মাঠে গড়াতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবল শ্রেষ্ঠত্বের কোয়ার্টার ফাইনাল পর্ব। সেমির টিকেট কাটতে ইতালিয়ান ক্লাব আতালান্টার বিপক্ষে মাঠে নামবে নেইমারের প্যারিস সেইন্ট জার্মেই।

সিঙ্গেল লেগ পদ্ধতি আর পিএসজি'র সঙ্গে খেলার অভিজ্ঞতা না থাকায় বেশ সাবধানী আতালান্টা কোচ। এদিকে পিএসজি কোচ থমাস টাচেলও প্রতিপক্ষের 'ওয়ান বাই ওয়ান' ফর্মুলা আর অ্যাটাকিং ফুটবলের ব্যাপারে সতর্ক। লিসবনের দা লুজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত একটায়।

চ্যাম্পিয়ন্স লিগের বাকি ম্যাচগুলো মাঠে গড়াবে কি না, মাস দু'য়েক আগেও তা নিয়ে ছিলো সংশয়। খাতায় কলমে সিদ্ধান্ত হয়ে গেলেও বাস্তবতা যে আরও ভয়াবহ কিছু বয়ে আনবে না এর নিশ্চয়তা দেয়, সাধ্য কার! তবে আর অঘটন ঘটেনি। ভালোয় ভালোয় শেষ হয়েছে রাউন্ড অব সিক্সটিনের বাকি ম্যাচ গুলো। মাঠে গড়ানোর অপেক্ষায় ফাইনাল রাউন্ড। 

দা লুজ স্টেডিয়াম তৈরি। তৈরি হচ্ছেন ফরাসি সেনারা। ঘরোয়া ট্রেবল ঝুলিতে উঠেছে, এবার কোয়াড্রাপলের আশায় ছক কষছেন পিএসজি কোচ। গুরুত্বপূর্ণ ম্যাচে শঙ্কা কাটেনি দলের অন্যতম শক্তি কিলিয়ান এমবাপ্পের।

তবে সুসংবাদ শুনিয়েছেন টাচেল, অনেকটাই নাকি ফিট হয়ে গেছেন এই ফরাসী ফুটবল সেনসেশন। ব্রাজিলিয়ান তারকা নেইমার তো আছেনই। প্রতিপক্ষকে আক্রমণে তটস্থ করে রাখতে দলে থাকবেন আর্জেন্টাইন সেনসেশন মাউরো ইকার্দিও।

আটালান্টা প্রতিপক্ষ হিসেবে একেবারে অচেনা। তবে পিএসজি বস জানেন প্রতিপক্ষের ব্রহ্মাস্ত্র কোথায় লুকানো। সে হিসেবেই সাজাচ্ছেন রণকৌশল।

পিএসজি কোচ থমাস টাচেল বলেন, আমি ম্যাচগুলো বিশ্লেষণ করে দেখেছি যে আটালান্টা ওয়ান বাই ওয়ান স্টাইলে খেলে। পুরো মাঠেই ছড়িয়ে যায়। আক্রমণের সময় ৭ জন একসঙ্গে উপরে উঠে আসে। সত্যি বলতে, এই স্টাইলটা খুবই বিপজ্জনক। তবে আমরা আপাতত নিজেদের খেলা নিয়েই বেশি মনোযোগী।

আরও পড়ুন