ইউরো বাছাই

রাতে মাঠে নামবে জার্মানি

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

রবিবার ১৭ই নভেম্বর ২০১৯ ০২:২২:৩৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইউরো বাছাইয়ে শনিবার রাতে মাঠে নামছে জার্মানি। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ বেলারুশ। ম্যাচ শুরু রাত পৌনে দুইটায়।

গ্রুপ ‘সি’ তে শীর্ষস্থানের লড়াই চলছে হাড্ডাহাড্ডি। ৬ ম্যাচের ৫টা জিতে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে জার্মানি। সমান ম্যাচে সমান জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নেদারল্যান্ডস। সমান পয়েন্ট হলেও হেড টু হেড এ এগিয়ে ডাচরা। ঘরের মাঠে জার্মানির কাছে ৩-২ গোলে হারলেও, তাদের মাঠে আবার ৪-২ এ জিতেছে নেদারল্যান্ডস। টপ প্লেসে থেকে সরাসরি ইউরো খেলতে চাইলে, নিজেদের সব ম্যাচ জেতার সঙ্গে, জার্মানদের প্রার্থনা করতে হবে নেদারল্যান্ডস যাতে অন্তত একটা পয়েন্ট হারায়।

আজকের ম্যাচে জার্মানির প্রতিপক্ষ বেলারুশ অবশ্য ইতিমধ্যেই বাদ, ৭ ম্যাচে তাদের সংগ্রহ মোটে ৪ পয়েন্ট।

আরও পড়ুন