আন্তর্জাতিক, ইউরোপ

রানির সঙ্গে বৈঠক শেষে নির্বাচনি প্রচার শুরু বরিস জনসনের

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই নভেম্বর ২০১৯ ০২:৪৮:০৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্বাচনে জয়ী হয়ে যত দ্রুত সম্ভব ব্রেক্সিট বাস্তবায়নের জন্য আবারও অঙ্গীকার করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

বুধবার, রানির সঙ্গে বৈঠক শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এ অঙ্গীকার করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আজ থেকে তিনি পাঁচ সপ্তাহের নির্বাচনি প্রচার শুরু করেছেন।

এদিকে, ব্রিটেনের প্রধান বিরোধী নেতা জেরেমি করবিন অঙ্গীকার করেছেন নিবার্চনে জয়ী হলে, যতদ্রুত সম্ভব ব্রেক্সিট নিয়ে সৃষ্ট অচলাবস্থার সমাধান করা হবে।

মঙ্গলবার, নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে দলীয় সমর্থকদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হলে প্রায় তিন বছর ধরে ঝুলে থাকা ব্রেক্সিট সংকট ছয় মাসের মধ্যে সমাধান করবে লেবার পাটি।

শুধু তাই নয়, ইইউ'র সঙ্গে নতুন করে ব্রেক্সিট চুক্তি করে দ্বিতীয় গনভোট আয়োজনের প্রতিশ্রুতিও দেন করবিন। 

মঙ্গলবার, মন্ত্রিসভার বৈঠকে জনসন বলেন, ব্রেক্সিট চুক্তি নিয়ে ইইউ'র সমঝোতা নিঃসন্দেহে তার সরকারের সেরা অর্জন, যেটি কেউ ভাবেনি। চুক্তিটিকে এ যাবৎকালের সেরা চুক্তি হিসেবেও অভিহিত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এদিকে, নির্বাচনী প্রচারনায় নেমে আবারও যেকোন মূল্যে ব্রেক্সিট ঠেকানোর অঙ্গীকার করেছেন লিবারেল ডেমোক্র্যাট পার্টির নেতা জো সুইনসন।

আরও পড়ুন