আন্তর্জাতিক, এশিয়া

রাশিয়ার নির্বাচনে জয় পেল ভ্লাদিমির পুতিনের দল

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২১শে সেপ্টেম্বর ২০২১ ১০:০৭:২৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টি। ফলে আবারও রাশিয়ার ক্ষমতায় যাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নির্বাচনে ইউনাইটেড রাশিয়া পার্টি পেয়েছে ৪৫০ আসনের দুই তৃতীয়াংশ আসন।  অপরদিকে  নিকটতম প্রতিদ্বন্দ্বি দল কমিউনিস্ট পার্টি মাত্র ১৯ শতাংশ ভোট পেয়েছে।

এরআগে নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠলেও তা প্রত্যাখ্যান করেছে নির্বাচন কমিশন। জয় পেলেও কট্টর বিরোধী অ্যালেক্সি নাভালনিকে বিষ প্রয়োগে হত্যাচেষ্টার ঘটনায় বছর জুড়েই সমালোচনার মুখে পড়তে হয় পুতিনকে।

১৯৯৯ সাল থেকে ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত দেশটির ক্ষমতায় রয়েছেন ৬৮ বছর বয়সী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  

আরও পড়ুন