অপরাধ

রিভলভার-গুলিসহ যুব সংহতি নেতা গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ২৪শে ফেব্রুয়ারি ২০২১ ০২:২৭:১৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় পার্টি’র (জাপা-এরশাদ) অঙ্গসংগঠন জাতীয় যুব সংহতির গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আহ্বায়ক গোলাম রব্বানী রুবেলকে অবৈধ রিভলভার ও লোড করা ছয় রাউন্ড তাজা গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।

রিমান্ডে থাকা নাশকতামূীলক মামলার আসামি উপজেলার শীর্ষ সন্ত্রাসী মাহাবুবুর রহমানের দেয়া তথ্য অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মধ্যপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় তার ঘরে থাকা একটি সচল রিভলভার ও ছয় রাউন্ড তাজা গুলি জব্দ করে তাকে হেফাজতে নেয়া হয়। মঙ্গলবার দুপুরে সুন্দরগঞ্জ থানায় গোলাম রব্বানী রুবেলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। বিকেলে তাকে গাইবান্ধা আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি উপজেলার বালারছিড়া থেকে শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র মামলাসহ ২১টি মামলার আসামি মাহাবুবর রহমানকে গ্রেপ্তার করে র‌্যাব-১৩। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে পুলিশকে রুবেলের কাছে অস্ত্র আছে বলে জানায় মাহবুব।

আরও পড়ুন