বাংলাদেশ, জাতীয়, অর্থনীতি

রেমিট্যান্সের প্রবাহ বাড়লেও ভালো নেই প্রবাসী বাংলাদেশিরা

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

রবিবার ১৭ই জানুয়ারী ২০২১ ০৫:৪৪:৪৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের মোট জনসংখ্যার ৮ ভাগ মানুষ প্রবাসে আয় করে দেশে পাঠান। যাদের মধ্যে ২ ভাগ মানুষ হতদরিদ্র পরিবারের সদস্য। যারা নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে দেশে থাকা দরিদ্র পরিবারের ভরণপোশন করেন।

এমন তথ্য উঠে এসেছে, এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে।

এসময় বক্তরা বলেন, গেল অর্থ বছরের তুলনায় এবার রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। করোনায় উন্নত দেশগুলোতে আক্রান্তের হার বেশি হওয়ায় প্রবাসীদের আয়ে নেতিবাচক প্রভাব পড়লেও তারা বৈধ পথে রেমিট্যান্স পাঠানোই এ হার বেড়েছে।

তবে এর মধ্যেও একটি বড় অংশের প্রবাসী কর্মহীন থাকায় তাদের উল্টো দেশ থেকে সহায়তা নিতে হচ্ছে বলেও জানান গবেষকরা।

তারা দাবি করেন, করোনার কারণে চাকরী হারিয়ে প্রায় ৫ লাখ প্রবাসী দেশে ফিরতে বাধ্য হয়েছেন। যদিও সরকারের দাবি এ সংখ্যা ৩ লাখের কিছু বেশি। 

আরও পড়ুন