বিনোদন, বলিউড

রেমো ডি'সুজার শ্যালকের মরদেহ উদ্ধার

Tanjia Khanam Borshon

ডিবিসি নিউজ

শুক্রবার ২১শে জানুয়ারী ২০২২ ০১:৫২:০৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বৃহস্পতিবার বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক রেমো ডি'সুজার শ্যালক জেসন স্যাভিও ওয়াটকিনসের মৃতদেহ মুম্বাইয়ে তার বাসভবন থেকে উদ্ধার করা হয়েছে।

ইতোমধ্যেই এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মুম্বাই পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে মনে করা হচ্ছে, রেমো ডি'সুজার শ্যালক জেসন স্যাভিও ওয়াটকিনস খুন হননি, তিনি আত্মহত্যা করেছেন। কারণ হিসেবে জানা যায়, মৃতদেহর কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে।

জেসন স্যাভিও ওয়াটকিনসের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ৪৮ বছর বয়সের জেসন স্যাভিও গত প্রায় তিন বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। মূলত তার মা মারা যাওয়ার পর থেকেই অবসাদে ভুগতে শুরু করেন জেসন স্যাভিও ওয়াটকিনসের। আর তারপরই আচমকা এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

কোরিওগ্রাফার রেমো ডি'সুজার স্ত্রী লিজলি তার ভাইয়ের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন সোশ্য়াল মিডিয়াতে। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'কেন এরকম করলে? কেন? আমরা কখনও তোমাকে ক্ষমা করতে পারব না।' এই ঘটনার প্রেক্ষিতে রেমো ডি'সুজার কোনও প্রতিক্রিয়া অবশ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

সূত্র:আনন্দবাজার পত্রিকা

আরও পড়ুন