আন্তর্জাতিক, জাতীয়

রোহিঙ্গা গণহত্যা মামলা: আইসিজেতে আজ শুনানির শেষ দিন  

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১২ই ডিসেম্বর ২০১৯ ০৮:৫৯:০২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানিতে গণহত্যার অভিযোগ অস্বীকার সু চি'র।

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলার তৃতীয় ও শেষ দিনের শুনানি হবে আজ। বাংলাদেশ সময় বিকাল তিনটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত গাম্বিয়ার এবং আবার রাত সাড়ে ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত মিয়ানমারের যুক্তিতর্ক উপস্থাপন চলবে।

এদিকে, বুধবার দ্বিতীয় দিনের শুনানিতে রাখাইনে গণহত্যার অভিযোগ অস্বীকার করে রোহিঙ্গাদের বাস্তুচ্যুত হওয়ার দায় আরসার ওপরে চাপালেন মিয়ানমারের ষ্টেট কাউন্সিলর অং সান সু চি। সেনাবাহিনীর পক্ষে সাফাই বক্তব্য তুলে ধরে সু চি বলেন, গাম্বিয়া আদালতে অসম্পূর্ণ ও ভুল অভিযোগ করেছে।

রোহিঙ্গাদের দুর্দশা মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল। রাখাইনে কোনো মানবতাবিরোধী অপরাধ ঘটে থাকলে সেনা আইনেই তার বিচার হবে বলে জানান তিনি। এসব ঘটনার বিচার আন্তর্জাতিক আদালতে না হয়ে অভ্যন্তরীণ আইনে হলে দ্রুত বিচার সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি সু চি বলেন, ২০১৭ সালে আরাকান আর্মিদের হামলার কারণেই নতুন করে মিয়ানমারে সংঘাত তৈরি হয়েছে। মিয়ানমারের বিরুদ্ধে আদালতকে কোনো অন্তবর্তী আদেশ না দেয়ারও আহ্বান জানান অং সান সু চি।

আরও পড়ুন