আন্তর্জাতিক, আমেরিকা, এশিয়া, অন্যান্য

রোহিঙ্গা নির্যাতন: সু চি’র বিরুদ্ধে মামলা

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৪ই নভেম্বর ২০১৯ ১০:৫৮:৪৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নিধনযজ্ঞে জড়িত থাকার অপরাধে দেশটির স্টেট কাউন্সিলার অং সান সু চিসহ কয়েকজন সামরিক নেতার বিরুদ্ধে আর্জেন্টিনায় মামলা করা হয়েছে।

এই প্রথম শান্তিতে নোবেল বিজয়ী সু চির বিরুদ্ধে সরাসরি কোনও মামলা হলো।

বুধবার রোহিঙ্গা ও লাতিন আমেরিকান মানবাধিকার কয়েকটি সংগঠন এ মামলা করে।

'ইউনিভার্স জুরিসডিকশন' বা 'বৈশ্বিক বিচার দায়বদ্ধতা' আইনের আওতায় আর্জেন্টিনায় মামলাটি করা হয়েছে।  যুদ্ধাপরাধ কিংবা মানবতাবিরোধী অপরাধ বেশি ভয়াবহ হলে যে কোনো দেশেই তার বিচার হতে পারে এমন ধারণা থেকে এই আইন করা হয়েছিলো।

সু চি'র মতো মিয়ানমারের শীর্ষ রাজনীতিক ও সেনাপ্রধান মিন অং হ্লাংয়ের মতো সামরিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়। এই মামলার পর তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে বলে আশা করছেন আইনজীবীরা।

এর আগে ১১ নভেম্বর রাখাইনে রোহিঙ্গা নিপীড়নকে গণহত্যা আখ্যা দিয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের কাছে বিচার চায় আফ্রিকার দেশ গাম্বিয়া।

আরও পড়ুন