জাতীয়, রাজধানী

'রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য'

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ১১ই ডিসেম্বর ২০১৯ ০৪:৩৮:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠাতে আন্তর্জাতিক কমিউনিটির সাথে যুক্তরাজ্য কাজ করছে বলে জানিয়েছেন, ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট চ্যাটারটন ডিকসন। বুধবার দুপুরে, সাভারের ডগরমোড়া এলাকায় পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনকেন্দ্র-সিআরপি'র প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা বলেন।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, আমরা বড় মানবিক সহায়তার পাশাপাশি দুই বছর ধরে আর্থিক সাহায্য দিয়ে আসছি কক্সবাজারে। পাশাপাশি নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে রাখাইনে সহিংসতার বিচারে গাম্বিয়া যে পদক্ষেপ নিয়েছে, তা খুবই জোড়ালো। এই ইস্যুতে যুক্তরাজ্যের সমর্থন থাকবে।

ব্রিটিশ হাইকমিশনার জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে বিভিন্ন দেশের সঙ্গে মিয়ানমারকে চাপ দিচ্ছে যুক্তরাজ্য। এ সময় রবার্ট চ্যাটারটন রাখাইনে চালানো নিষ্ঠুরতার ঐতিহাসিক বিচার নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক আদালতে শুরু হওয়ায় সাধুবাদ জানান।  

এর আগে সিআরপির প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। এ সময় উপস্থিত ছিলেন, কানাডার হাইকমিশনার, সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরি এ টেইলরসহ অন্যরা।

আরও পড়ুন